শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরান শেষ পর্যন্ত কথার খেলাপ করল না। কয়েক ঘণ্টা আগেই বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিল তেহরান। সেই হুমকি এখন বাস্তবতা। ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে, এই হামলায় অন্তত ৭ সেনা সদস্য আহত হয়েছেন। কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম জানায়, গভীর রাতে মধ্য ইসরায়েলে হামলা চালায় ইরান, যা ছিল গতকালের ইসরায়েলি আক্রমণের পাল্টা জবাব।

শুক্রবার ভোরে তেহরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা।

সেই হামলায় অন্তত ৮০ জন নিহত হন বলে দাবি করে তেহরান, যাদের মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার এবং ২০ জন শিশু। এর পরই পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয় ইরান।

ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যরাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

গণমাধ্যম জানায়, হামলার মাত্রা এতটাই বড় ছিল যে, একপর্যায়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

অন্যদিকে এই সংঘাতের পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ একাধিক দেশ সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা, রয়টার্স, এপি, বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102