ইরানের দক্ষিণ বুশেহর অঞ্চলের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ‘ড্রোনের মতো ছোট বিমান’ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।
শনিবার (১৪ জুন) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম ফার্স জানিয়েছে, ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র, গ্যাসক্ষেত্রটিতে ‘ড্রোনের মতো ছোট বিমান’ আঘাত হেনেছে। গ্যাসক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরানি দমকলকর্মীরা।