মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকায় ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আগত ও বহির্গামী ফ্লাইট বন্ধ থাকবে।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে দেশটির প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরও। শনিবার সকালে বিমানবন্দরের ওয়েবসাইটটিও অকার্যকর পাওয়া যায়। যদিও প্রতিবেশী জর্দান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে, তবে ইসরায়েল সতর্কতার অংশ হিসেবে কঠোর অবস্থান নিয়েছে।
পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, আকাশসীমা পুনরায় চালুর কমপক্ষে ছয় ঘণ্টা আগে গণমাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে, যাতে যাত্রীরা প্রস্তুতি নিতে পারেন।
এই সিদ্ধান্ত ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের ভ্রমণ ও বিমান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।