শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

মার্চে ১৩৩তম অবস্থানে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা বৃহস্পতিবার (১২ জুন) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছেন।

মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করায় বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে।

এই দুটি দল র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা সত্ত্বেও তাদের রুখে দেওয়ায় বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।

নারী ফুটবলের পরবর্তী র‍্যাঙ্কিং আগামী ৭ আগস্ট প্রকাশ করা হবে। এর আগে বাংলাদেশ মিয়ানমারে এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে।

স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার সুযোগ পাবে।

এই টুর্নামেন্টে ভালো ফলাফল করলে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি হবে এবং প্রথমবারের মতো ১১০০ পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনা তৈরি হবে।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের এবং সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড রয়েছে। শীর্ষ দশে পাঁচটি পরিবর্তন হয়েছে।

ব্রাজিল চার নম্বরে এবং ইংল্যান্ড পাঁচে নেমেছে। জাপান সাত, কানাডা আট এবং ফ্রান্স ১০ নম্বরে উঠে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102