ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন মহাজোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. আনোয়ার হোসেনের পক্ষে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়।
লিগ্যাল নোটিশে জাতীয় পার্টিসহ মহাজোটভুক্ত ১৪ দলের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রাইব্যুনাল সংশোধনীতে রাজনৈতিক দলগুলোকেও বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে।