এস আল-আমিন খান, পটুয়াখালী থেকেঃ পটুয়াখালী থানাপাড়ায় এলাকায় সিলিং কেটে জুয়েলার্সের দোকান চুরি। ঘটনাটি ঘটেছে গত ২৫-অক্টোবর রাতে নিউমার্কেট সংলগ্ন থানার পিছনে ক্যাপ্টেন রাসেল মার্কেট প্রিয়াঙ্গনা গোল্ড হাউজ এন্ড জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক দীপাংকর দাস জানান, ২৬ তারিখ সকালে প্রতিদিনের মতো দোকান খুললে উপরের সিলিং কাটা দেখি। এবং কাস্টোমারদের অর্ডার দেয়া স্বর্নলংকার, রুপার জিনিস সিন্ধুক ভেঙে সব নিয়ে গেছে চোরে।
এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান দীপাংকর দাস। অপর দিকে সোমবার (২৬ অক্টোবর)পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট নান্নু সুপার মার্কেটে সিলিং কেটে গার্মেন্টসের দোকানের নগত টাকা ও মালামাল চুরি। ঘটনাটি ঘটেছে ২৬ তারিখ দিবাগত রাতে।
দোকানের মালিক মোঃ ইলিয়াস জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে দেখি সিলিং কাটা সব কিছু এলোমেলো, দোকানের ক্যাশ ভেঙে নগত ১,২৫,০০০ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরে। এছাড়াও ১টি মনিটর ভেঙে ফেলেছে এতে সব মিলিয়ে প্রায় দুই তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান দোকান মালিক ইলিয়াস। এবং এবিষয়ে পুলিশের অভিযান চলছে, তবে এখনো কেউ আটক হয়নি।
এএসবিডি/আরএইচএস