রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ভারতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন— অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের বেঙ্গালুরুতে। রোববার বিকেল ৩টার দিকে বেঙ্গালুরুর কুদুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে ঘটেছে এই ঘটনা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য সরকারের পুলিশমন্ত্রী জে পরমেশ্বর বলেছেন, “রোববার দুপুরে কুদুপুতে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ— তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন।”
“এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন ২৫ জন। তাদের কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে।”
এদিকে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদের জানান, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
অনুপম আগ্রাওয়াল জানান, “প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকেল ৩টার দিকে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল, তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির ওপর হামলে পড়ে এবং আশপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।”
“সচিনের চিৎকারে কয়েক জন উৎসাহী পথচারী এসে ওই ব্যক্তিকে পেটানো শুরু করে। এ সময় কয়েকজন পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভিড়ের কারণে তারা ব্যর্থ হন। গণপিটুনির জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মব সহিংসতায় যুক্ত হয়েছিলেন অন্তত ২৫ জন।”
আগ্রাওয়াল আরও জানান, এ ঘটনার পর অভিযানে নামে বেঙ্গালুরু পুলিশ এবং মঙ্গলবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল হোতা সচিনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও তৎপরতা জারি আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102