শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :

রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ
নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং এর নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন শ্লোগানে রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭-১০-২০২০ ইং (শনিবার)রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএমবার এর নির্দেশনায় মেট্রোপলিটন এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশের অংশ হিসেবে সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানাধীন ২নং বিট পুলিশিং অফিস নগরীর ১৫ নং ওয়ার্ড হরিরামপুরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে তাজহাট থানার এসআই ও ২নং বিট ইনচার্জ এজিএস আল-আমিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোঃ ছাব্বির হোসাইন-সভাপতি আমরাই পাশে রংপুর,বক্তব্য রাখেন- মোঃশামসুল হক খোকন,মোঃ রবিউল ইসলাম,মোঃ ইমাদ উদ্দীন,মোঃশাহীন মিয়াসহ অন্যান্যরা,বক্তব্যে শামসুল হক খোকন, বলেন সমাজের নারী নির্যাতন, ধর্ষণ, শিশুর প্রতি সহিংসতা রোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের রিরুদ্ধে এখনি সময় রুখে দাঁড়ানোর।

কারণ বর্তমান সরকার এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করেছেন। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার শপথ নিয়ে সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব, তথ্য দিয়ে সহায়তা করব স্থানীয় পুলিশ সদস্যদের। এছাড়াও বক্তারা সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে পুলিশের সার্বক্ষণিক সহায়তা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ২নং বিট ইনচার্জ এজিএস আলামিন বলেন- আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে পুলিশ বাহিনী অপরাধ দমনের মাধ্যমে আপনাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ উপহার দিবে।

বিশেষ অতিথি মোঃ রবিউল ইসলাম,ইন্সপেক্টর(তদন্ত) তাজহাট থানা আরপিএমপি বলেন বর্তমানে তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান সরকারের জিরো টলারেন্স নীতিতে অটুট, সুতরাং আমরা আপনাদের সহায়তা পেলে সমাজের নারী নির্যাতন, ধর্ষণ, শিশুর প্রতি সহিংসতা রোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত উন্নত সমাজ বিনির্মাণে কাজ করতে পারব।

অনুষ্ঠানে নারীদের উজ্জীবিত করতে বালিশ খেলা রাফেল ড্র ও উপহারের আয়োজন করা হয়।উক্ত নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক-উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)বিশেষ অতিথি মোঃ রবিউল ইসলাম,ইন্সপেক্টর(তদন্ত) তাজহাট থানা আরপিএমপি রংপুর,মোঃ ইমাদ উদ্দীন-সভাপতি ১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং তাজহাট থানা,মোঃশাহীন মিয়া-সাধারন সম্পাদক,১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং তাজহাট থানা,মোঃ আতিকুল ইসলাম মিলন-কোষাধ্যক্ষ,রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগ,মোঃ শামসুল হক খোকন-সভাপতি ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ।

মোঃ রফিকুল হক গোলাপ-চেয়ারম্যান,আলো ফাউন্ডেশন, মোছাঃ জান্নাতুল ফেরদৌস-পরিদর্শক জেলা সমবায় কার্যালয় রংপুর সঞ্চালনা করেন মোঃ ছাব্বির হোসাইন-সভাপতি আমরাই পাশে রংপুর, ১৫ নং ওয়ার্ড,তাজহাট থানা।সহ এলাকার নারী সমাজকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102