রাজশাহীতে এক যুবলীগ নেতাকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় ঘটেছে গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনাও। এই ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন চারজন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে পুলিশ সদস্য তোফাজ্জল হোসেনসহ চারজন আহত হয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেন বিএনপির মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে শুক্রবার সন্ধ্যায় লাভলীর বাড়িতে বিএনপির একপক্ষ ও আওয়ামী লীগের কয়েক কর্মী ভাঙচুর করে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে নগরীর দড়িখরবনা গ্রুপ ও রেলগেটের বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে আটটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় তিনটি গুলির শব্দও শোনা গেছে। উভয়ের গ্রুপ চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আগুন ধরিয়ে দেওয়া হয় সড়কে রাখা তিনটি মোটরসাইকেলে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।