শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

বিশ্ব জুনিয়র টেনিসের মূল পর্বে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়া ওশেনিয়া অঞ্চলের বাছাই চলছে বাহরাইনে। বাংলাদেশ আজ কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে ২-০ সেটে  হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এই বাছাই পর্ব থেকে শীর্ষ চার দলের ৪-৯ আগস্ট চেক প্রজাতন্ত্রে বিশ্ব জুনিয়র টেনিসে অংশগ্রহণ করার কথা।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন এই প্রসঙ্গে বলেন,‘ টুর্নামেন্টের ফ্যাক্ট শিট ( বাইলজ ) অনুযায়ী চার সেমিফাইনালিস্ট বিশ্ব জুনিয়র টেনিসে খেলবে। সেই হিসেবে আমরা কোয়ালিফাই করেছি। আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ) থেকে এখনো আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। আগামীকাল আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। ’ বাংলাদেশ বিশ্ব জুনিয়র টেনিসের বাছাই পর্বে কখনো কোয়ার্টার ফাইনালে খেলেনি। এবার শেষ আটের পর্ব পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। যা দেশের টেনিসের ইতিহাসে বড় সাফল্যই। বিশ্ব জুনিয়র টেনিসে প্রতিনিধিত্ব করলে সেটা টেনিস ছাপিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও হবে দারুণ গৌরবের বিষয়।

ফিলিপাইন টেনিসে এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় দেশ। সেই দলের বিপক্ষে বাংলাদেশের দুই খেলোয়াড় আকাশ ও কাব্য দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আকাশ ফিলিপাইনের জানের বিপক্ষে ৪-৬,৩-৬ গেম পয়েন্টে জিতেন। আরেক এককে কাব্য গায়েন ৪-৬,২-৬ গেম পয়েন্টে অ্যান্থনিকে পরাজিত করেন। বাংলাদেশের দুই খেলোয়াড় দুই এককে জয় পাওয়ায় আর দ্বৈত প্রতিযোগিতায় নামতে হয়নি।

বাংলাদেশ প্রাথমিক পর্বে নেপালকে হারিয়েছে। এরপর সৌদি আরবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনালে উঠাই এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সর্বোচ্চ অর্জন ধরা হলেও সেটাকেও ছাপিয়ে গেছেন কাব্যরা। আগামীকাল সকালে হংকংয়ের বিপক্ষে সেমিফাইনালে লড়বেন তারা। অন্য দুই সেমিফাইনালিস্ট ইন্দোনেশিয়া ও সিরিয়া।

বাহরাইনে চলমান (অনূর্ধ্ব-১৪)  আইটিএফ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কাব্য গায়েন, আকাশ হোসেন , মো. রাকিন রহমান। দলটির অধিনায়ক মাকসুদুল করিম খান। বাহরাইনে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী এশিয়ার অন্য দেশগুলো হচ্ছে কম্বোডিয়া, গুয়াম, হংকং, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, লাওস, লেবানন, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, ওমান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুর্কেমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ইয়েমেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102