শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

বাগেরহাটে এক রাতে ১২টি মৎস্য ঘেরে বিষ, ২৫ লক্ষ টাকার ক্ষতি

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের রণভূমি মীরেরডাঙ্গা এলাকায় ১২টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের আঁধারে একটি চক্র এলাকার অন্তত ১২টি মৎস্য ঘেরে বিষ দিয়ে চিংড়ি ও সাদা মাছ মেরে নিয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্য চাষিদের।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন- রণভূমি মীরেরডাঙ্গা এলাকার আলম সরদার, হালিম শেখ, মোহাম্মদ আলী, ইলিয়াস ফকির, তৈয়ব আলী শেখ, ইউসুফ আলী ফকির, মাহিরা বেগম, সুভাষ ঘোষ, রুবেল ফকির ও হালিম ফকির প্রমুখ

এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মাহিরা বেগম বলেন, গত রাত্রে কে বা কারা শত্রুতামূলকভাবে আমার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। সকালে ঘেরে এসে দেখি মরা মাছগুলো ভাসছে। আমার দুটো বাচ্চা আছে এতিম, এ জগতে আমার দুটো বাচ্চা ছাড়া আর কেউ নেই। মানসি আমারে একটু সাহায্য সহযোগিতা করে, আমার সব মাছ বিষ দিয়ে ধরে নিয়ে গেছে এখন আমার উপায় কি হবে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন, কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে এই এলাকায় পাশাপাশি ১২টি ঘেরে বিষ প্রয়োগ করে চিংড়ি ও সাদা মাছ ধরে নিয়ে গেছে। এতে করে চাষীরা সর্বহারা হয়ে গেছে। এরা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিল। তাদের এই ক্ষতি কোন ভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়। আমরা উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় মৎস্য চাষীদের পাশে দাঁড়ানোর জন্য।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102