শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

গরু বোঝাই পিকআপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

গরু বোঝাই পিকআপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার। 

কলাবাগানে গরু বোঝাই পিকআপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত গরু উদ্ধারসহ আরো দুই ডাকাত গ্রেফতার করেছে কলাবাগান থানা।

রাজধানীর কলাবাগানে ব্যারিকেড দিয়ে গরু বোঝাই পিকআপে দুর্ধর্ষ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় লুন্ঠিত একটি ষাড় উদ্ধারসহ ডাকাত দলের আরো দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম ১। মোঃ সোহেল মিয়া (৩৩) ও ২। মোঃ ফারুক হোসেন (৩৮)। এ সময় তাদের হেফাজত হতে লুণ্ঠিত একটি গরু উদ্ধার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় কলাবাগান থানাধীন মিরপুর রোডে কয়েকজন গরু ব্যবসায়ীর ৯টি গরু ও গরু বহনকারী একটি পিকআপ অস্ত্রের মুখে ভয় দেখিয়ে লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় গরু ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করেন।

থানা সূত্র জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সক্রিয় সদস্য সোহেল মিয়াকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ এর নেতৃত্বে কলাবাগান থানার একটি চৌকস টিম। এ সময় সোহেলের হেফাজত হতে একটি লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি) বিকেল ৫.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ক্যমতাল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল ও ফারুককে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সোহেল ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল মর্মে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলার সুষষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য মোঃ রিয়াজ গোলদারকে গত ১০ জানুয়ারি ২০২৫ খ্রি. ভোর ০৬:৩০ ঘটিকায় শাহআলী থানা এলাকা থেকে লুণ্ঠিত পিকআপসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জানুয়ারি ২০২৫ শাহআলী থানার গুদারাঘাট এলাকা থেকে ঘটনায় জড়িত ডাকাত মোঃ ফয়সালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০২৫ ভোলা জেলার দুলারহাট এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান রনি ওরফে রনি দালালকে গ্রেফতার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এ ডাকাতির মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং লুন্ঠিত পিকআপ ও একটি গরু উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102