বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম পাওয়া যায়নি।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি  আশরাফুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়,হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে সিলেট এসেছিলেন তারা। সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও তিনজন মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাত যাত্রী ছিল। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102