শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

নিষিদ্ধ হলেন বাংলাদেশের তারকা পেসার তানজিম সাকিব।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিষিদ্ধ হলেন বাংলাদেশের তারকা পেসার তানজিম সাকিব।

 

বাংলাদেশের উদিয়মান তারকা পেসার তানজিম হাসান সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। গতির সঙ্গে মনোভাবেও তিনি বেশ আগ্রাসী, এবং প্রতিপক্ষ ব্যাটারের চোখে চোখ রেখে বল করার জন্য পরিচিত। তার এই রুক্ষ খেলা অনেক সময় বিতর্কের জন্ম দেয়।

বর্তমানে চলমান বিপিএলে সিলেটের হয়ে খেলছেন তানজিম সাকিব। এই সময়েই তিনি মোট চারটি ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন। যার ফলস্বরূপ, তাকে ঘরোয়া ক্রিকেটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিপিএল। এরপর শুরু হবে দেশের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তবে আসন্ন ডিপিএল-এ তানজিম সাকিবকে যেই দলই নির্বাচন করুক না কেন, প্রথম দুই ম্যাচে তার খেলা সম্ভব হবে না।

সুখবরের বিষয় হলো, তানজিম সাকিবের এই নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেটে তার ওপর কোন নিষেধাজ্ঞা থাকছে না।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে জানা গেছে, গতকাল বিপিএলের একটি ম্যাচে গ্রাহাম ক্লার্ককে আউট করে কিছু মন্তব্য করেন তানজিম সাকিব। এর পরেই তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। ম্যাচের অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মোর্শেদ আলী খান তাদের রিপোর্টে তানজিম সাকিবের এই আচরণের বিষয়ে জানান, যার ভিত্তিতে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান তাকে শাস্তি দিয়েছেন।

এর আগে, আরও একটি বিপিএল ম্যাচে খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজকে আউট করার পর তানজিম সাকিবের বিতর্কিত আচরণে তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল। এই ঘটনার পর তার ম্যাচ ফি’র ৫০% জরিমানা করা হয়েছিল। দুটি ঘটনার কারণে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এখন দেখার বিষয়, তানজিম সাকিব এই নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীতে কেমন পারফর্ম করেন এবং তার মানসিকতা নিয়ে আরও কী পরিবর্তন আসে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102