রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। ব্রিটিশ এমপিকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম। বাগেরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। তারালী দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল উপহার দিলো দীপ্তমান ছাত্র সমাজ। প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেয়া হলো ছাত্রলীগের পার্টি অফিস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ। ভারতের ‘ভূখণ্ড’ নিয়ে নতুন শহর ঘোষণা চীনের, নয়াদিল্লির প্রতিবাদ। রাজশাহীকে বিধ্বস্ত করে প্রথম জয় চিটাগং কিংসের। তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব তুলে দেয়া হলো যার হাতে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব তুলে দেয়া হলো যার হাতে।

বিপিএলের আসন্ন মৌসুমে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার (২৯ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ আনুষ্ঠানিকভাবে পেরেরার হাতে অধিনায়কত্বের ক্যাপ তুলে দেন।

তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া থিসারা পেরেরা তার অলরাউন্ড দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির আস্থা অর্জন করেছেন।

এর আগে বাংলাদেশ দলের হয়ে সাম্প্রতিক সময়ের দুর্দান্ত নেতৃত্ব প্রদর্শন করেছিলেন লিটন দাস। তার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় ঢাকা ক্যাপিটালস তার উপর থেকে নেতৃত্বের দায়িত্ব সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

অধিনায়ক না হওয়ায় এবার লিটন দাস পুরোপুরি ব্যাটার হিসেবে মনোযোগ দিতে পারবেন। ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত তার পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা ক্যাপিটালসের এই ঘোষণা বিপিএল ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। থিসারা পেরেরার নেতৃত্বে দল কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড
দেশি খেলোয়াড়

মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান,  শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড়
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102