বাগেরহাটে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন খান স্পোর্টিং ক্লাব।
বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী ক্ষুদ্রচাকশ্রী-কররী ফুটবল মাঠে কে. কে. যুব সংঘ ও ব্লাড গ্রুপের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ দলীয় (ডে-লাইট) ফুটবল টুর্ণামেন্টে খান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শুভ উদ্বোধনের মাধ্যমে এই টুর্ণামেন্ট শুরু হয় এবং রাতে ফাইনাল খেলার মধ্যে দিয়ে ডে-লাইট ফুটবল টুর্ণামেন্টের পর্দা নামে।
খান গোলজার হোসেনের সভাপতিত্বে হাসান আল মামুন বাপ্পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা যুব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কার, রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ আরাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।