বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার সারাহ কুকের বাংলাদেশস্থ বাস ভবনে বিকেল সাড়ে ৩ টার দিকে সাক্ষাৎ করেন জামায়াতের আমীর।
এসময় বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সাক্ষাতকালে জামায়াতের আমীরের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।