দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনিং জুটি ভাঙার পর দারুণ জুটি গড়েন তামিম ও কালাম সিদ্দিকী। ১৪২ রানের জুটি গড়ে ৬৬ রানে ফেরেন কালাম। পরে ১৩৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দলনেতা।
কালাম ও তামিম ছাড়া আর কেউই তেমন রান পাননি। তৃতীয় সর্বোচ্চ আসে এক্সট্রা খাত থেকে ২১। নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেট হারিয়ে ২২৮ রানে থামে টাইগারদের জুনিয়র টিম। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছে আফগানরা।
জাতীয় দলের সিনিয়র তামিম ক্রিকেটে ফিরবেন কী ফিরবেন না এই আলোচনার ভিড়ে নতুন তামিমের আগমনী গান ক্রিকেট ভক্তদের মনে বেশ সুখের আমেজ দিচ্ছে।