প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে ফেরান তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিন গ্রেভস। তার সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন প্রথম ওভারেই কোনো রান যোগ করার আগেই হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জশুয়া।
তার বিদায়ের পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তবে সুবিধা করতে পারেননি তিনি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হাসান। দলীয় ২৬১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন জোসেফ।
এরপর ক্রিজে আসা কেমার রোচকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গ্রেভস। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন গ্রেভস। প্রতিরোধ গড়েন এই দুই ব্যাটার। টাইগার বোলারদের হতাশ করে স্কোরবোর্ডে রান যোগ করেন তারা। রোচকে সঙ্গে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন গ্রেভস। সাবলীল ব্যাটিংয়ে ১৮১ বলে সেঞ্চুরি তুলে নেন গ্রেভস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
তবে দলীয় ৪৩৮ রানে ২৫ বলে ১৮ রান করে আউট হন সিলস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৫০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।