লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে তাদের এটি তৃতীয় হার।
আর্জেন্টিনাকে জালের দেখা পেতে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম্যান। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।
শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টিনার সামনে ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসার পরেও মোলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি লিওনেল মেসি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়ান।
ম্যাচে পিছিয়ে পড়ার পর বল দখলেও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। চাপে থাকা মেসিদের তখন আরো চেপে ধরে প্যারাগুয়ে।
হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা।