পার্বত্য খাগড়াছড়ি’র গুইমারা উপজেলায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী ইয়াবা সম্রাট রফিকুল ইসলাম জিয়ারতসহ ২জনকে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গুইমারা থানাধীন ডাক্তার টিলা এলাকার শ্যামপ্রসাদের ভাড়া বাসা থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়।
১২ নভেম্বর মঙ্গলবার রাতে অভিযানে গুইমারা থানা পুলিশ
মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত) এর কাছ থেকে তিন পিস এবং ফারুকের কাছ থেকে পাঁচ পিস মোট আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত আসামীরা হলো গুইমারা থানাধীন মুসলিমপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)ও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দলুই গ্রামের বশির আহমেদের ছেলে ওমর ফারুক।
পুলিশ সূত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)কে তিন পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানার রাজনৈতিক মামলা নং১/২৪এর ২৩ নং এজাহার নামীয় আসামী হিসেবেও গ্রেফতার দেখানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট আট পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে।