বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২।
বাগেরহাটের মোল্লাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই গাড়িতে পাঁচ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে চালক সহ এক যাত্রী নিহত হন। আহত আরো তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।