রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলী আসাদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় যেকোনো একটি যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, বিস্তারিত জানতে পুলিশের একটি টিম কাজ করছে।