সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আব্দুস শহীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে হয়েছিলেন তিনি। আওয়ামী লীগের চিফ হুইপের দায়িত্বও পালন করেছিলেন সাবেক এই মন্ত্রী।