ময়মনসিংহের তারাকান্দায় র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ইজিবাইক পরিবহনের সময় অভিযান চলিয়ে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (১৯ অক্টোরব) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪’র সদর দপ্তর খেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ মো. নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তারাকান্দার দিক থেকে ইজিবাইকে করে বিপুল পরিমান ফেন্সিডিল ময়মনসিংহ সদরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কের তারাকান্দা এলাকায়
তারাকান্দা সদর ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের মোঃ শাহারুল ইসলামের টং দোকানের সামনে থেকে ইজিবাইকের সিটের নিচ থেকে পলিথিনে মোরানো ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করে র্যাব-১৪।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদর কোতোয়ালি থানাধীন চরবড়বিলা গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম(৪০)এবংদিঘারকান্দা গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে মো. মাহবুব(৩২)। মাহবুব ইজিবাইক চালক।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান জানান,১৯ অক্টোবর(শনিবার)দিনগত রাতে থানায় আসামীদের সোপর্দ করে র্যাব।রাতেই র্যাবের আভিযানিক দলে থাকা ওয়ারেন্ট অফিসার মো.ইকবাল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১)টেবিল ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রজু করা হয়।আসামিদের ২০ অক্টোবর(রোববার) বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি টিপু সুলতান।