নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই জন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া গ্রামের পরিতোষ কুমার দত্তের ছেলে উৎসব দত্ত (৩৫) ও নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩৭)।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ওই এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই জন। পরে খবর বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, এখনও উদ্ধার চলছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।