সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে ভারতীয় দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছিলেন শিবম দুবে।
তবে পিঠের ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। বিসিসিআই জানিয়েছে শিবম দুবে জায়গা ম্যাচের দিন রোববার সকালে দলের সঙ্গে যোগ দিবেন তিলক ভার্মা।
রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছে স্টেডিয়ামটি।
চলতি বছর জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৩১ বছর বয়সী দুবে। ডাক পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও স্কোয়াডেও। তবে ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেলেন তিনি।
দুবের জায়গা সুযোগ পাওয়া তিলক ভার্মা, জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৬ টি-টোয়েন্টি। দুই অর্ধশতকে তার রান ৩৩৬। চলতি বছর শুরু দিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি তার। এরপর থেকে আছেন জাতীয় দলের বাইরে।
৯ অক্টোবর দিল্লিতে হবে দুই দলের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।