তারাকান্দা থানা নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়।
প্রভাষক জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
তারাকান্দা থানা নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতি বার রাত ৭ টায় তারাকান্দা থানা ওসি টিপু সুলতান তার নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের সাথে ব্যাপক আলোচনা করেন, দেশের প্রেক্ষাপট থেকে শুরু করে ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসনামল বিভিন্ন ইতিহাস তুলে ধরেন, তিনি একজন বই প্রেমী মানুষ।
তারাকান্দায় মাদক,জুয়া প্রতিরোধে জিরো-টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যা যুব সমাজকে হুমকির মুখে ফেলছে।আমি তারাকান্দায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে কাজ করতে চাই। তিনি জানান আপনাদের কাছে সর্বাত্নক সহযোগীতা কামনা করছি এই সব বিষয়গুলি নিয়ে ।
৫ আগষ্টের পর থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সাথে মিলেমিশে কাজ করতে শুরু করেছি আমরা।আমরা জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আবারও আমাদের গৌরবোজ্জল অতীতকে সকলের মাঝে তুলে ধরতে চাই।
জনতাই পুলিশ, পুলিশ ই জনতা হয়ে কাজ করতে চাই।
৫ ই আগস্ট হাসিনা সরকার পতনের রুপরেখার কারা এর পিছনে কাজ করেছে ওই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। বিগত সরকারের আমলে ভালো ভালো অফিসারদের পকেটেস্ত করেছেন দেশের জন্য তারা কাজ করতে পারেনি এমনটাই উল্লেখ করেছেন উনার বক্তব্য।
তারাকান্দা উপজেলা আইনশৃঙ্খলা ভ্রাতৃত্ব বজায় রেখে জনসাধারণকে নিয়ে কাজ করবেন।
আয়োজিত মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন-
দৈনিক মানবজমিনের তারাকান্দা উপজেলা প্রতিনিধি রফিক বিশ্বাস ( সভাপতি, তারাকান্দা প্রেসক্লাব),দৈনিক জনতার প্রতিনিধি তৌকির আহমেদ শাহীন(ভারপ্রাপ্ত সভাপতি, তারাকান্দা উপজেলা প্রেসক্লাব),দৈনিক ইনকিলাব সংবাদদাতা ফজলে এলাহি ঢালী( সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেসক্লাব),,ডেইলী এক্সপ্রেসের সংবাদদাতা শহীদুল্লাহ খান( যুগ্ম সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেসক্লাব) দৈনিক মানবকন্ঠের তারাকান্দা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন( যুগ্ম সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেসক্লাব) ,দৈনিক কালবেলার তারাকান্দা উপজেলা প্রতিনিধি শরিফুল আলম রাসেল ( মাস্টার) ,দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মাস্টার ( প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেসক্লাব) , সাংবাদিক আব্দুল হান্নান প্রমুখ।