মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ভারত পাচারকালে হুন্ডির ২৩ লাখ টাকাসহ আটক ২।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারত পাচারকালে হুন্ডির ২৩ লাখ টাকাসহ আটক ২।

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী শ্যামপুরে অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতে পাচারকরার আগেই ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকাসহ বহনকারী দুজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে সীমান্তবর্তী শ্যামপুরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলীর ছেলে শওকত (৫২)। এরা দুজন আন্তঃদেশীয় হুন্ডি পাচারকারী চক্রের সদস্য।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মো. জাহিদুর রহমান পিএসসি জানান, গোপনে সংবাদের ভিত্তিতে দর্শনার সীমান্ত শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবি। এ সময় দু’জনকে একটি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে একটি কালো ব্যাগসহ আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তিদের ব্যাগসহ তাদের শরীর তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। ওই সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার টাকাসহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102