প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩৭৬ রান।
চেন্নাইয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। এতে দুই ইনিংস মিলিয়ে ভারত ৩০৮ রানে এগিয়ে রয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে ব্যাট করতে নামে। স্কোর বোর্ডে ৩৭ রান যোগ করতেই অলআউট হয় ভারত। পরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। শুরু থেকেই দলকে অস্বস্তিতে রেখে একের পর এক উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। সর্বশেষ বাংলাদেশ থামে ১৪৯ রানে। খেলার তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ভারত।
প্রথম ইনিংস শেষ করার এক সেশন পরেই বাংলাদেশকে অলআউট করে ভারতীয় বোলাররা। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা ও জেয়েসওয়াল। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিনের বলে স্লিপে জাকিরের কাছে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন রোহিত শর্মা। এর পরপরই জয়েসওয়ালকে ফেরান রানা। দলের হাল ধরতে ব্যর্থ হন বিরাট কোহলিও। ব্যাট হাতে ১৭ রান করে মিরাজের বলে এলবিডাব্লিউ এর ফাঁদে পড়েন তিনি। দিন শেষ করার আগে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান।
ভারতের প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জেয়েসওয়াল ৫৬, রোহিত ৬, শুভমান ০, কোহলি ৬, রিষভ ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)
বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭.১ ওভারে ১৪৯/১০ (সাদমান ২, জাকির ৩, শান্ত ২০, মুমিনুল ০, মুশফিকুর ৮, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭*, হাসান ৯, তাসকিন ১১, রানা ১১)
ভারতের দ্বিতীয় ইনিংস ২৩ ওভারে ৮১/৩ (রোহিত ৫, জেয়েসওয়াল ১০, শুভমান ৩৩*, কোহলি ১৭, রিষভ ১২*)