ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়যাত্রা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। তবে সিটিজেনদের জয়ের রাতে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছেন লিভারপুল। নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে যায় অল রেডরা।
ইত্তিহাদে শুরুটা ভালো হয়নি সিটিজেনদের। কিছু বুঝে ওঠার আগে ম্যাচের ২২ সেকেন্ডে ইয়ানে ভিসা গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি। চলতি আসরে এটি লিগের দ্রুততম গোলের রেকর্ড। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেও এটি দ্রুততম গোল।
তবে ১৯ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের মাথা থেকে শটে বল জালে পাঠান হলান্ড। ৩২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মৌসুমের প্রথম চার ম্যাচে ৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে হলান্ড।
এ গোলে আরও একটি রেকর্ড গড়েছেন নরওয়ের এ স্ট্রাইকার। মৌসুমের প্রথম চার ম্যাচে ৯ গোল করা একমাত্র ফুটবলার তিনি। প্রিমিয়ার লিগে এ কীর্তি নেই আর কারও।
এ দিকে নিজেদের মাঠে গোল করতে না পারার ব্যর্থতায় হেরেছে লিভারপুল। ম্যাচের ম্যাচের ৭২ মিনিটে কালাম ওদোই’র গোলে জয় নিশ্চিত হয় নটিংহামের।
চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তেই আছে লিভারপুল।