শারজাহফেরত যাত্রীর জুস মেশিন থেকে ১০৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১।
জানা যায়, সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ওই প্রবাসীকে আটক করা হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৮ আগস্ট) বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আটক হোসাইন আহমদ (২০) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার সকালে আরব আমিরাতের শারজাহ থেকে সিলেটে আসেন।
জানা যায়, সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ওই প্রবাসীকে আটক করা হয়।
বুধবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং এরিয়ায় চলে গিয়েছিলেন ওই যাত্রী। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই তাকে চ্যালেঞ্জ করে ফের গ্রিন চ্যানেলে নিয়ে যান। সেখানে তার দুটি লাগেজ তল্লাশি করে ৪টি জুস মেশিনের ভেতর থাকা ১০৫ পিস স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ৪টি চাকতি জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য নির্ধারণের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।