রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন এলাকায় পুলিশের রেকার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ জন গুরুতরসহ মোট ৫ জন আহত হয়েছেন। রোববার (২৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটেছে দুর্ঘটনাটি।
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন মো. নাজিম(৩০), মো. তানজিলুর রহমান (৩৫) ও মো. বেলায়েত হোসেন(৩৯)।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল হওয়ার কারণে রেকার গাড়িটি মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন সরকার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢাল দিয়ে যানবাহন খুবই ধীরগতিতে নামছিল। তখন একটি ড্রাম ট্রাক রেকার গাড়ি দিয়ে টেনে নিচ্ছিল। ওই সময় রেকার গাড়িটি ব্রেক ফেল হয়ে সামনে থাকা অন্তত চারটি মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়।
তিনি জানান, ফলে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর বাকি দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পরই ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত চারটি মোটরসাইকেল ও রেকার গাড়িটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।