কক্সবাজারের কুতুবদিয়ায় আলী ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ ফরহাদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি ঐ এলাকার আরাফাতের ছেলে এবং আহত হয়েছেন প্রায় ৬জন।আহতরা হলেন একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাওসিফ (১৮), আনিচুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকাল আলি (১৮), মো: টিপুর ছেলে রিয়াদ(১৯)
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু শ্রম রোদে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভায় ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়। পরে দুপক্ষের ছুরি মারামারিতে ফরহাদ নামের একজন ঘটনাস্থলে মারা যায।
পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যাক্তিদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন এবং আরও তিনজনের অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফরহাদ নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অরোও ৫জন। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।