কালীগঞ্জ প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে তিথি রায় (২২) নামে একজনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।
তিথি উপজেলার শিয়ালখোওয়া এলাকার সুধির চন্দ্রের কণ্যা।
গত ২০ সেপ্টেম্বর ( রবিবার) কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছেন তিথির পিতা সুধির চন্দ্র।
অভিযোগসুত্রে জানা যায়, একই এলাকার অনিল রায়ের পুত্র চন্দন রায় বিগত দুই বছর ধরে তিথিকে রাস্তাঘাটে বিভিন্ন কু প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজী না হলে বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকী প্রদান করত।
গত ১৯ সেপ্টেম্বর রাতে আমার মেয়ে ঘর হতে বাহির হলে বাড়ির পাশে ওতপেতে থাকা অভিযোগে বর্নিত ব্যক্তিবর্গ আমার মেয়েকে অপহরন করে।
ও আমাকে এ বিষয়ে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করতে থাকে।
অপরদিকে চন্দন রায়কে মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এ ঘটনায় অভিযোগের সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার এস আই তুষার মন্ডল জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এএসবিডি/আরএইচএস