আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারী ২০২৪। গত ২১ নভেম্বর আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে আড়ম্বর ভাবে। দলীয় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমাও দিয়েছেন নির্ধারিত তারিখের মধ্যে। ২৬ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংসদীয় ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সেই ঘোষনায় বগুড়া জেলার ৭টি আসনে যারা নৌকার মাঝি হলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান সংসদ সদস্য সাহদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদিঘী ও দুপচাঁচিয়া) আসনে আদমদিঘী ড়উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, বগুড়া-৬ (সদর) আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএমএ ও স্বাচিপ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।