ফকির আলমগীরের মৃত্যুতে চৌদ্দগ্রাম পৌরসভার মেযরের শোক প্রকাশ।
লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
একুশে পদকপ্রাপ্তগন সংগীতশিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম পৌরসভা মেযর জনাব জিএম মির হোসেন মিরু ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম সংবাদ ও দৈনিক আলোকিত দিগন্ত নিউজ ২৪ডটকমে প্রয়াতের বিদ্বেহী আত্মার শান্তি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শ্তভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে বলেন ক্রান্তি শিল্পী গোষ্টীও গনশিল্পীর হয় ১৯৬৯সালের গনঅভুৎস্মানে মহান মুক্তিযুদ্ধে কন্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজশিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর তার গানের মধ্যে দিয়ে এদেশের মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। মহান আল্লাহ এই গুনীশিল্পীকে জান্নাত বাসী করুন আ-মীন।