শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবার দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত। পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৭ দশমিক ৩ ডিগ্রিতে। বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। বাগেরহাট রামপালে বিএনপি’র অফিস ভাংচুর, থানায় অভিযোগ। বাগেরহাটের রাখালগাছিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত। গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে নাঃ ডেনমার্ক। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছেঃ মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি। টানা জয়ে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ। ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি।

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি লতিফ মাষ্টার ফাউন্ডেশনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মোসা: কোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার।

বেশরগাতি এলাকার স্বনামধন্য প্রয়াত শিক্ষক লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ডঃ ফরিদুল ইসলাম এবং আরেক পুত্র লন্ডন প্রবাসী সাবেক জননন্দিত ছাত্রনেতা  সিপিএ রফিকুল ইসলাম জগলুর আর্থিক সহায়তা ও নির্দেশনায় দীর্ঘদিন এই অঞ্চলে সামাজিক মানবিক ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও শিক্ষার মান উন্নয়নে নিরলস  কাজ করে যাচ্ছেন।

সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নৌ- পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, পিরোজপুরের ডিডিএলজি মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, বাগেরহাট জেলা পরিষদ সচিব ঝুমুর বালা, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ প্রদীপ কুমার বকসী,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা (সুজন), স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি (অবঃ) সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, কে.এম.বাদোখালি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিন, রকেট স্পোটিং ক্লাবের সভাপতি শেখ তারিকুল ইসলাম, লতিফ  মাস্টার পাবলিক লাইব্রেরীর সভাপতি সালমান হুসাইন, সাধারণত সম্পাদক সুরাইয়া আক্তার রিমা, উসেখার সভাপতি গাজী লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বেগ শামীম হাসান,সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন লনি, শিক্ষক মিফতা উদ্দীন, ছাত্রনেতা সুমন হাওলাদার, মাহফুজুর রহমান সহ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ পরিচালনার কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এতিম ও বৃদ্ধ নিবাস এর বায়োগ্যাস প্লান্ট, ফলজ বৃক্ষরোপণ এবং গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এরপর তিনি জেলা সদরের দশানী পঁচা দিঘির পাড়স্থ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা ( উসেকা) এর নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন ছাত্রনেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ এবং সালমান রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ডঃ ফরিদুল ইসলাম বাবলু। উল্লেখ্য, লতিফ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড বাগেরহাট জেলা সহ সারা দেশে সুনাম ছড়িয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102