বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনিঃ তাহসান খান।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনিঃ তাহসান খান।

নতুন বছরের শুরুতেই বিয়ে করে আলোচনায় সংগীতশিল্পী তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘর বেঁধে অভিনন্দনের পাশাপাশি সমালোচনাও হজম করতে হয়েছে। এবার জানালেন বিয়ের অনুভূতি।

গতকাল সোমবার(০৬ জানুয়ারি) প্রকাশ পেয়েছে তাহসানের নতুন গান ‘একা ঘর আমার’। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এ সংবাদ সম্মেলনের। সেখানে বিয়ে পরবর্তী অনুভূতি জানতে চাওয়া হয় গায়কের কাছে।

জবাবে তাহসান ব‌লেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।’

তাহসা‌ন আরও বলেন, ‘আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

এদিকে আজ মঙ্গলবার(০৭ জানুয়ারি) স্ত্রী রোজাকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপের বিমানে চেপে বসেন তাহসান। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102