ডুমুরিয়ার চুকনগরের গঞ্জের বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ২ সন্তানের জননী মেরি বেগম ( ২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সে চুকনগর গঞ্জের বাজার এলাকার হাবিবুর রহমান সরদারের স্ত্রী।
গতকাল শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে যানা যায়, মেরি বেগম তার নিজস্ব বসত ঘরে ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি। তার দুই শিশু সন্তান রয়েছে।