ইয়েমেনের হাদরামাউত গভর্নরেটের মাহরা শহর দখলকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী সাউথেন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩২ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৫ জন সেনা আহত হয়েছেন।
শুক্রবার ইয়েমেন সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরুতে এসটিসি বাহিনী হাদরামাউত দখলের চেষ্টা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ সংঘর্ষে হতাহতের পর বেশ কয়েকজন কর্মকর্তা ও সেনা নিখোঁজ রয়েছেন। পাশাপাশি এসটিসির সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে অভিযোগ তুলে বলা হয়েছে, তারা আহত সেনাদের হত্যা এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত এসটিসি বাহিনী কয়েক সপ্তাহ আগে হাদরামাউত ও মাহরা গভর্নরেট দখল করে নেয়। এরপর থেকেই দেশজুড়ে উত্তেজনা নতুন করে বেড়েছে।উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেন গৃহযুদ্ধে জর্জরিত। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। সরকার সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন পাচ্ছে। এসটিসি হুথিবিরোধী জোটের অংশ হলেও তারা দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।
এদিকে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেন, আরও রক্তপাত এড়াতে বিচ্ছিন্নতাবাদীদের স্থানীয় কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তবে পিএলসির একটি অংশ হিসেবে থাকা এসটিসি গত বৃহস্পতিবার তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে অঞ্চলটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে।
এসটিসির ওয়েবসাইটে প্রকাশিত এবং ২৯টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের জনগণের পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পুনরুদ্ধারের বৈধ অধিকার ধরে রাখছি। আমরা একটি দক্ষিণ ফেডারেল রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি।’