বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজবাড়ীতে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় শুরুতেই নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং রাজবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন। উপস্থিত সাংবাদিকরা জেলার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই দমন, কিশোর অপরাধ প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে নানা প্রস্তাব তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, ‘মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে রাজবাড়ী জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।নবাগত পুলিশ সুপার বলেন, ‘সত্য প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঠিক তথ্য তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়ে তোলা সম্ভব।’

সভায় আরও উপস্থিত ছিলেন তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং রাজবাড়ী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102