বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে নতুন নির্দেশনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রি করা যাবে। অর্থাৎ, মার্চ পর্যন্ত কেনা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং ব্যবহারযোগ্য থাকবে। তবে মার্চের পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির সুযোগ আর থাকবে না।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। তিনি আরও বলেন, সরকার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দেবে।এদিকে, এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানি সংক্রান্ত দাবিতে আজ সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। এতে ওই রাস্তায় চলাচলকারী মানুষদের চলাচল চরমভাবে ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। মো. আসলাম জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102