শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) জানিয়েছে, বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডি)-এর মেয়াদ কমিয়ে আনা হয়েছে।

আগে যেখানে ইএডি পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য ছিল, এখন তা মাত্র দেড় বছর বা ১৮ মাসে নবায়ন করতে হবে। ইএডি হলো একটি সরকারি নথি, যা সাধারণভাবে ‘ওয়ার্ক পারমিট’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা ইএডি পাওয়া মাত্র পাঁচ বছর পর্যন্ত কাজ করতে পারতেন এবং মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন ১৮ মাস পরপর এই পারমিট নবায়ন করতে হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত শরণার্থী, আশ্রয়ের জন্য আবেদনকারী, নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ মোট ১৯ ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।এদিকে, এই পরিবর্তন আসে এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করছে। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসী এবং অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন। শপথ গ্রহণের পর তিনি এই সংক্রান্ত একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি। এই ভিসার মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এই ভিসার বাৎসরিক ফি ১,৫০০ ডলার থেকে এক লাখ ডলারে উন্নীত করেছে।

তবে শুধু ওয়ার্ক পারমিট নয়, শরণার্থী ও বিদেশি নাগরিকদের ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত করে।এই ১৯টি দেশ হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০টিরও বেশি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় থাকা দেশগুলোর অবস্থান প্রেসিডেন্ট নিয়মিত পর্যালোচনা করছেন।

নোয়েমের মতে, যদি কোনো দেশ একটি স্থিতিশীল সরকার গঠন করতে না পারে এবং নিজের দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অনুমোদন দেওয়া যুক্তিসঙ্গত নয়। এই নতুন নিয়ম এবং নিষেধাজ্ঞা দেশভিত্তিক অভিবাসী নীতিতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকে আরও দৃঢ় করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102