শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ভারতের তামিলনাড়ুতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ভারতের তামিলনাড়ু রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে এক শিশু ও কয়েকজন নারীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শিবগঙ্গা জেলার তিরুপত্তুর এলাকার কাছে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, একটি বাস করাইকুড়ি থেকে দিন্দিগুলের দিকে যাচ্ছিল এবং অন্যটি তিরুপ্পুর থেকে করাইকুড়ির উদ্দেশে রওনা হয়েছিল। পথের মধ্যেই দ্রুতগতির দুই বাসের প্রচণ্ড সংঘর্ষে দুটিই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে পাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি বাসের সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহতদের মরদেহ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বাসগুলোর অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটি- সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই তামিলনাড়ুর তেনকাসি জেলায় দুই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। এক সপ্তাহের ব্যবধানে আবারও বড় ধরনের বাস দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে দক্ষিণ তামিলনাড়ুতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102