শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

অফিসে অশ্লীল ভিডিও দেখার অভিযোগে সরকারি কর্মী বরখাস্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় এক সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অফিস চলাকালীন গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন। ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিলে কাকিনাড়া জেলা কর্তৃপক্ষ ওই কর্মীকে বরখাস্ত করেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাল্লারেভু ডাক বিভাগের অফিসের ডেস্কে বসে থাকা ওই কর্মচারী কম্পিউটারের দিকে মনোযোগ না দিয়ে নির্বিঘ্নে তার ব্যক্তিগত মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন। অন্যদিকে, অফিসে প্রয়োজনীয় ডাক পরিষেবা নিতে আসা সাধারণ গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে বাধ্য হন।প্রাথমিকভাবে কর্মীরা গ্রাহকদের বোঝাতে চেষ্টা করেন, ‘কম্পিউটার সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা’ হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, এই বিলম্বের মূল কারণ ছিল কর্মীর ব্যক্তিগত বিনোদন।

স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। তারা অভিযোগ করেন, কর্মীর দায়িত্বহীনতার কারণে তারা অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা পেতে সীমাহীন ভোগান্তির মুখোমুখি হয়েছেন। সরকারি দফতরে কর্মরত একজনের এমন আচরণ পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি তার প্রতিশ্রুতির অভাবকে প্রকাশ্যে নিয়ে এসেছে।‘বিগটিভিতেলুগু’র এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রথম পোস্ট হওয়ার পরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাল্লারেভু ডাক বিভাগের ওই কর্মীকে অবিলম্বে বরখাস্ত করা হয়। যদিও আনন্দবাজার ডট কম সংবাদটি যাচাই করেনি।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102