জেডিইউর শীর্ষ নেতা নীতীশ কুমার রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাসহ এনডিএর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৪ বছর বয়সী নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ১৯ বছরের ধারাবাহিক মেয়াদে আরেকটি নতুন অধ্যায় যোগ করলেন এবং দেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রি ও মুখ্যমন্ত্রীদের তালিকায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন।রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নীতীশ কুমারসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।নীতীশ কুমারের সঙ্গে শপথ নেন বিজেপির গুরুত্বপূর্ণ ও ওবিসি মুখ হিসেবে বিবেচিত সম্রাট চৌধুরী। এছাড়া বিজেপি থেকে আরও তিন নেতা—দিলীপ জয়সওয়াল, বিজয় কুমার সিনহা এবং মঙ্গল পাণ্ডে—মন্ত্রিপদে শপথ নেন। একই অনুষ্ঠানে জেডিইউর পক্ষ থেকে বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শ্রাবণ কুমার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সূত্র: টাইমস নাউ