শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও স্মার্ট গোলা কিনছে ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ভারতের কাছে ৯ কোটি ৩০ লাখ ডলার মূল্যের জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি মিউনিশন (স্মার্ট গোলা) বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৯ নভেম্বত) যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই কথা জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অনুমোদনের মাধ্যমে ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস কর্মসূচীর অধীনে ভারত প্রথমবারের মতো মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। এর আগে রাশিয়ার তেল কেনায় শাস্তি হিসেবে গত আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছিলেন, যা নিয়ে ওয়াশিংটন-নয়া দিল্লি সম্পর্কের অবনতি ঘটেছিল।চলতি মাসে ভারত তাদের নিজেদের তৈরি যুদ্ধবিমান তেজসকে আরও শক্তিশালী করতে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের তৈরি যুদ্ধবিমান ইঞ্জিন কিনতে পুনঃক্রয়াদেশ দিয়েছে।ডিএসসিএ এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারতের কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে এবং এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তার উন্নয়ন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন যোগাবে।’ সংস্থাটি আরও বলেছে, ‘ভারত ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে।’ ডিএসসিএ জানিয়েছে, ভারত সরকার ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল গোলা ও জ্যাভলিন সিস্টেমের ১০০টি ইউনিট সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। ভারত ইতোমধ্যেই তাদের এম-৭৭৭ হাউইটজার কামানে এক্সক্যালিবার আর্টিলারি গোলা ব্যবহার করছে।ডিএসসিএ জানিয়েছে, এই বিক্রয় চুক্তির ক্ষেত্রে এক্সক্যালিবার গোলা সরবরাহের প্রধান ঠিকাদার হবে আরটিএক্স কর্পোরেশন এবং জ্যাভলিন সিস্টেমের জন্য তাদের সঙ্গে যৌথ উদ্যোগে লকহিড মার্টিনও থাকবে।

 

সূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102