শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিউইয়র্ক সফরের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি।

বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এক টেলিভিশন অনুষ্ঠানে ৩৪ বছর বয়সী এই মেয়র নিজের এমন অবস্থানের কথা জানান।আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ৪ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া মামদানি ইতিমধ্যেই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিউইয়র্কে কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন।গাজায় বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে গত ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি পরোয়ানা জারি করে। গত সোমবার বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাতে মামদানি জানান, ওই পরোয়ানা এখানে বহাল থাকবে এবং নিউইয়র্কে এলেই তাকে গ্রেপ্তার করা হবে। পরে এবিসি৭-এর লাইভ অনুষ্ঠানেও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। এ সময় নিউইয়র্ককে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে আখ্যায়িত করেন মামদানি। মামদানির ভাষায়, আমি বারবার বলেছি, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইসিসির পরোয়ানা কার্যকর করতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ভ্লাদিমির পুতিন। কারও জন্যই এর ব্যতিক্রম নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই। তিনি নিজের মতো করে আইন বানান। আর আমি বিদ্যমান আইন মেনে চলি।

আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102