সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বিদেশি পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে ইরান।
শুক্রবার (১৪ নভেম্বর) সামুদ্রিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আটকের পর ‘তালারা’ নামক জাহাজটিতে থাকা ক্রুদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সামুদ্রিক সূত্র রয়টার্সকে বলেন, আজ সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাহাজটির ব্যবস্থাপক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, যোগাযোগ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।জাহাজটি সাইপ্রাস-ভিত্তিক পাশা ফাইন্যান্সের মালিকানাধীন। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গ্রুপ ভ্যানগার্ড এবং সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সমুদ্রে ট্যাংকারটিকে আটক করে আইআরজিসি। এরপর এটি ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদন বলছে, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে আইআরজিসি মাঝেমধ্যেই পারস্য উপসাগরীয় জলসীমায় বাণিজ্যিক জাহাজ আটক করেছে। মূলত চোরাচালান, প্রযুক্তিগত লঙ্ঘন বা আইনি বিরোধের মতো কারণে এগুলো আটক করা হয়।